REPORTED BY:- BINOY ROY
মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে পাড়ায় শিক্ষালয় প্রকল্প করা হল বহরমপুর মহাকালী পাঠশালা ও কাশেশ্বরী প্রাথমিক বিদ্যালয়। বহরমপুর ব্যারাক স্কোয়ারে মাঠে দীর্ঘ ২২মাস পরে চালু করা হয়েছে এই শিক্ষালয় ।প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হতেই চেনা ছন্দে ফিরতে শুরু করেছে ক্লাস ।যদিও খোলা মাঠে সোমবার থেকে এই পঠন পাঠন শুরু করা হয়েছে ।খুশি পড়ুয়ারা এবং শিক্ষক শিক্ষিকা সকলেই।