বহরমপুর গ্রান্ট হলে হয়ে গেল মোদি মিত্র আলোচনা চক্র। আলোচনায় উপস্থিত ছিলেন বিজেপির সংখালঘু মোর্চার কেন্দ্র সভাপতি জামাল সিদ্দিকে। এদিন তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। বলেন, বাংলার মুসলিমদের আয় সারা দেশের মধ্যে সব থেকে কম। সব থেকে বেশি আয় গুজরাটের মুসলমানদের। শিক্ষার হারও বেশি গুজরাটে। মমতা ব্যানার্জীর সরকার সিপিএমকে সরানোর পর সিপিএমের গুন্ডাদের সঙ্গে হাত মিলিয়েছেন। থমকে গিয়েছে রাজ্যের উন্নয়ন। গুন্ডাদের হাতের চলে গিয়েছে শাসন ব্যবস্থা।