বহরমপুর পৌরসভা এলাকায় বোম বিস্ফোরণের অভিযোগ

বহরমপুর পৌরসভা এলাকায় বোম বিস্ফোরণের অভিযোগ

REPORTED BY:- BINOY ROY

রবিবার রাত্রে বহরমপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের উজ্জ্বল সংঘ মাঠের শ্যাম দাসের আখড়ার কাছে হঠাৎই একটি সকেট বোম বিস্ফোরণ হয়৷ বোমা ফাটার আওয়াজে স্থানীয়রা ছূটে আসে। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌছায়। ৪ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর হিরু হালদার জানিয়েছেন, বোমাটির সাথে টাইমার ট্রান্সফরমার জাতিয় কিছু লাগানো ছিল। কাউকে মারার চক্রান্ত ছিল বলে মনে করছে তারা। বহরমপুর শহরে বোমা ফাটার ঘটনা লজ্জাজনক বলে জানিয়েছেন তিনি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা বোমা রেখে ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!