বহরমপুর শহর জুড়ে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল ও একটি সভা
বহরমপুর শহর জুড়ে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল ও একটি সভা

বহরমপুর শহর জুড়ে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল ও একটি সভা

Spread the love
Reported By:- Binoy Roy

সন্দেশখালিতে কর্তব্যরত অবস্থায় সাংবাদিক সন্তু পানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের এই ঘটনায় সাংবাদিকতা, গণতন্ত্র, তথ্য জানার অধিকার ফের প্রশ্নের মুখে । অবিলম্বে সন্তু পানের মুক্তির দাবিতে এবং এই গ্রেফতারের প্রতিবাদে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে বহরমপুর শহর জুড়ে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল ও একটি সভার আয়োজন করা হল। পরে মিছিল করে জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয় সাংবাদিকদের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে।

Leave a Reply

Translate »