বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – G Tv { Go Fast Go Together)
বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Reported By : Binay Roy ২ রা ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ৪২ তম বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩। ৩৩৪ জন প্রতিযোগী বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়ায় ৩৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে। পরিচালনায় মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশীষ মার্জিত। অংশগ্রহনকারী ছাত্র ছাত্রীদের সাথে সেই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারাও সেখানে উপস্থিত ছিলেন। অভিভাবকদের জন্য আসন ছিল স্টেডিয়ামের সারিতে। লং জাম্প, দৌড়, জ্যিমনাস্টিক, যোগাসন এমন ৩৪ টি ইভেন্ট ছিল। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শাঁওনি সিংহ রায়, যুব নেতা ভীষ্মদেব কর্মকার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকদের হাতে পুরষ্কার তুলে দিলেন শাঁওনি সিংহ রায়, আশীষ মার্জিত ও ভীষ্মদেব কর্মকার। পুরষ্কার স্বরূপ দেওয়া হয় ফলক, শংসাপত্র ও স্কুল ব্যাগ। বাকি প্রতিযোগীদের জন্য টিফিন বক্স। সকল উপস্থিত অতিথিবর্গ, শিক্ষক শিক্ষিকা ও প্রতিযোগীদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন সাংসদ সভাপতি আশীষ মার্জিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button