বাংলাদেশের তিন যুবককে হাতেনাতে আটক করলো রানিতলা থানার পুলিশ
বাংলাদেশের তিন যুবককে হাতেনাতে আটক করলো রানিতলা থানার পুলিশ

বাংলাদেশের তিন যুবককে হাতেনাতে আটক করলো রানিতলা থানার পুলিশ

Spread the love

Reported By : Masud Rana
২৫ শে নভেম্বর, শনিবার, বাংলাদেশের তিন যুবককে হাতেনাতে আটক করলো রানিতলা থানার পুলিশ। জানা যায়, রানিতলা থানার অন্তর্গত কামারপাড়া এলাকা থেকে তিন যুবককে হাতেনাতে আটক করে রানিতলা থানার পুলিশ। জানা গিয়েছে ওই তিন যুবকের বাড়ি বাংলাদেশের রাজশাহী। তাদের কোনো ডকুমেন্টস প্রপ না থাকাই অ্যান্ড্রয়েড ফোন চেক করতে গিয়ে বাংলাদেশের সিম দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। বাংলাদেশ থেকে ভারত কেনো এসেছিলো তারা। সেটার কোনো উত্তর এখনো জানা যায়নি এবং সেটা না বলায় তাদেরকে লালবাগ মহকুমা আদালতে চালান দেওয়া হয়।

Leave a Reply

Translate »