Reported By:- Binoy Roy
রবিবার রাত্রে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে এলোপাথারী হাসুয়ার কোপ স্বামীর।পরে বাগান থেকে স্বামীর মৃতদেহ উদ্ধার।সাগরদীঘি থানার অমৃতপুর এলাকার ঘটনা।
পরিবার সূত্রে জানাগেছে মুসলিম সেখে তার স্ত্রী রঙিলা বিবিকে এলোপাথারী হাসুয়ার কোপ মারে।তাতে গুরুতর আহত হয়ে পড়ে স্ত্রী রঙিলা বিবি।তার কিছুক্ষন পরে বাড়ির পাশে বাগান থেকে মুসলিম সেখের মৃতদেহ উদ্ধার হয়।সাগরদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।স্থানীয়রা আহত মহিলাকে সাগরদীঘি হাসপাতলে ভর্তি করে ।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রঙিলা বিবি।ইতি মধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদীঘি থানার পুলিশ।