বামপন্থী শ্রমিক সংগঠনের সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক – G Tv { Go Fast Go Together)
বামপন্থী শ্রমিক সংগঠনের সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক

বামপন্থী শ্রমিক সংগঠনের সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক

 

কৃষক মোর্চার ডাকে আগামী 27 শে সেপ্টেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক সেই ধর্মঘট কে সমর্থন করে সর্বভারতীয় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সমস্ত বামপন্থী শ্রমিক সংগঠন সহ ছাত্র যুব মহিলা সরকারি কর্মচারীরা প্রত্যেকে এই ধর্মঘট কে সমর্থন জানায় মূলত দাবি কৃষি আইন বাতিল নয়া কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আইন বাতিল করা পেট্রোল ডিজেল গ্যাসের অস্বাভাবিক ভাবে মূল্যবৃদ্ধি এই দাবীতে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে এই ধর্মঘট এ ধর্মঘটের সমর্থনে আজ সন্ধ্যায় আগরপাড়া তেতুলতলা বাসস্ট্যান্ডে কামারহাটি এবং পানিহাটি যৌথভাবে গন কনভেনশনের ডাক দেয় সেই কনভেনশনে সভাপতি মন্ডলীতে ছিলেন ঝন্টু মজুমদার সি আই টি ইউ পক্ষে এবং সুখেন্দু গোস্বামী এ আই টি ইউ সির পক্ষে এই কনভেনশনে প্রধান বক্তা ছিলেন সি আই টি ইউ উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদিকা এবং সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য গার্গী চ্যাটার্জী সি পি আই উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক শৈবাল ঘোষ সহ সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং প্রদীপ মজুমদার এছাড়াও বক্তব্য রাখেন এসএফআইয়ের পক্ষ থেকে দেবরাজ চৌধুরী ও এ আই টি ইউ সি নেতা রবীন্দ্র প্রসাদ

Leave a Reply

Translate »
Call Now Button