বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফলাফল প্রকাশে উৎসবমুখর গাইডেন্স মডার্ন একাডেমি

বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফলাফল প্রকাশে উৎসবমুখর গাইডেন্স মডার্ন একাডেমি

Reported By:- Md. Jakaria

শিক্ষার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইডেন্স মডার্ন একাডেমি। সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের লাহুতাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেশবপুর গ্রামে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান। দিনভর এই অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিল উৎসবের আবহ।

অনুষ্ঠানের সূচনালগ্নেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি কবিতা আবৃত্তি, শিক্ষামূলক নাটক ও দেশাত্মবোধক পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ যোগ করে। শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা, আত্মবিশ্বাসী পারফরম্যান্স এবং শৃঙ্খলাবদ্ধ পরিবেশনা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান ও সংস্কৃতিচর্চার প্রতিফলন ঘটায়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হলে গোটা অনুষ্ঠানস্থল উৎসাহ ও আনন্দে ভরে ওঠে। অভিভাবকরাও সন্তানদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সমান গুরুত্ব দিয়েই ছাত্রছাত্রীদের গড়ে তোলা হচ্ছে। শিক্ষার মাধ্যমে দায়িত্বশীল ও সচেতন নাগরিক তৈরি করাই তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে নবোদয়ের জন্য কোচিং ব্যবস্থাও রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

গাইডেন্স মডার্ন একাডেমির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নিজস্ব খেলার মাঠ, যাতায়াতের সুব্যবস্থা, চতুর্থ শ্রেণি থেকে কম্পিউটার শিক্ষা ব্যবস্থা, সিসিটিভি নজরদারিসহ আধুনিক পরিকাঠামো। সার্বিকভাবে এই বাৎসরিক অনুষ্ঠান বিদ্যালয়ের শিক্ষাগত ও সাংস্কৃতিক অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উঠে আসে।

Leave a Reply

Translate »
error: Content is protected !!