বিজেপির দিল্লি জয় গেরুয়া ঝড়ের আবহে উল্লাস

বিজেপির দিল্লি জয় গেরুয়া ঝড়ের আবহে উল্লাস

Reported By :- Binoy Roy

গতকাল(07.02.2025 শুক্রবার ) দিল্লি নির্বাচনে বিজেপির বিজয় ঘোষণার পর দলের কর্মীদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে।

বিজেপি পাখির চোখ করেছিল দিল্লিকে দখল করার জন্য এবং অবশেষে তারা এই পদক্ষেপে সফল হয়েছে।

দলের নেতা ও কর্মীরা উল্লাসে মেতে উঠেছে এবং আনন্দের এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। বহরমপুরে বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র গোরাবাজারে দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হয়ে উৎসবের আনন্দ উদযাপন করেন।

তিনি পথচলতি মানুষদের গেরুয়া আবির মাখিয়ে দেন এবং তাদের হাতে তুলে দেন লাড্ডু। সাধারণ মানুষও বিজেপির বিজয়ের সাফল্যে খুশি হয়ে এই আনন্দের অংশীদার হয়েছেন। দলীয় কর্মীরা সামাজিক মাধ্যমে বিজয়ের ছবি এবং ভিডিও শেয়ার করতে শুরু করেছে, যা তাদের বিজয়ের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।

Leave a Reply