সিউড়ির বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ কর্মীরা শনিবার সিউড়ি মাদ্রাসা রোডে বিদ্যুৎ মেরামতির কাজ করতে যান। সেই সময়ই তাদের গাড়িটি স্থানীয় একটি দোকানের সামনে দাঁড় করানোকে কেন্দ্র করে বচসা বাধে। যে ঘটনায় ইলেকট্রিসিটি দপ্তরের ওই গাড়ির চালককে বেধড়ক মারধর করা হয়। মারধরের পর প ওই চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত কর্মীরা সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
