বিভিন্ন দাবিতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ডেপুটেশন এসএফআইয়ের বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলা কার্যালয় থেকে এসএফআইয়ের এক মিছিল বের হয়। গোটা বহরমপুর শহর সেই মিছিল পরিক্রমা করে। এসএফ আই এর পক্ষ থেকে জানানো হয়, স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া চালু, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি, স্থায়ী উপাচার্য রেজিস্টার নিয়োগ, বহিরাগত মুক্ত ক্যাম্পাস এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ডেপুটেশন তাঁদের। গত কয়েকদিন আগেও তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই বিশ্ববিদ্যালয় ডেপুটেশন দিতে আসেন। তবে ডেপুটেশন দিতে এসে ডেপুটেশন নেওয়ার মতো কোনো অফিসার বিশ্ববিদ্যালয় ছিলেন, অস্থায়ী কর্মী দিয়ে বিশ্ববিদ্যালয় চালানো হচ্ছে বলে তারা জানিয়েছেন। এই আন্দোলনের পরেও ব্যবস্থা না হলে তারা আরো বড়সড়ো আন্দোলনে নামবে বলে জানিয়েছে।