বিশ্ব ডায়বেটিস দিবস

বিশ্ব ডায়বেটিস দিবস

Reported By সুমন্ত দাস
বিশ্ব ডায়বেটিস দিবসে স্বাস্থ‍্য শিবির বাঘাযতীনেঃ জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষের উদ্যোগে আজ বাঘাযতীনে জেলা জয়হিন্দ বাহিনীর কার্যালয়ে এক স্বাস্থ‍্য শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুকুমার দাস। এদিন তিনি নিজেও তার স্বাস্থ‍্য পরীক্ষা করান এই শিবিরে। স্থানীয় প্রায় চল্লিশ জন এই শিবিরে নিজেদের স্বাস্থ‍্য পরীক্ষা করান। অনুষ্ঠানে পল্লব বাবু জানান মানুষের সুবিধার্থে তিনি এমন উদ্যোগ নিয়েছেন। অনুষ্ঠানে অতিথি ডাঃ সুকুমার দাস জানান ডায়বেটিস নিয়ে অযথা আতঙ্কগ্রস্ত হওয়া উচিত নয়। নিয়ম মাফিক জীবন যাবন, অসুধ ও ব‍্যায়াম ডায়বেটিস নিয়ত্রিত করতে পারে।

Leave a Reply

error: Content is protected !!