বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসার পথে ফরাক্কার পুলিশের হাতে ধরা পড়ল এক পাচারকারী। পুলিশ সূএে জানাগিয়েছে, ধৃতের নাম বদরুদ্দোজা শেখ। বাড়ি মালদার কালিয়াচক।বাজেয়াপ্ত করা হয় আটটি পিস্তল ও ১৮৪ রাউন্ড কার্তুজ। মঙ্গলবার দুপুরে ধৃত বদরুদ্দোজা কে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে পুলিশ।ফরাক্কার এসডিপিও অসীম খান জানান তদন্তের স্বার্থে তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ ঘটনার তদন্তে নামতে চলেছে।