নিম্নচাপের ফলে লাগাতার বৃষ্টি আর তার জেরে জলস্তর বেড়ে যেন বেসামাল অজয় নদ। আজ সকালে জয়দেব ঘাটে গিয়ে দেখা যায় জল বাড়ছে হু হু করে,জলের স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে অস্থায়ী খড়ের চালা সহ অন্যান্য কাঠামো,তবে প্রশাসনিক তৎপরতায় দ্রুততার সঙ্গে সরিয়ে নেওয়া হয়েছে নদীতীরবর্তী দোকান পাট, জয়দেব পুলিশ ফাঁড়ির আধিকারিক রঞ্জিত বাউরির নেতৃত্বে পুলিশকর্মীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।এদিকে লাউডস্পিকার ব্যবহার করে লাগাতার সাবধান করতেও দেখা গেল…..
পুজোর অব্যবহিত পূর্বে এই বন্যা পরিস্থিতি কপালে ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের, তবে আজ সকাল থেকেই বীরভূম জেলায় কমেছে বৃষ্টির পরিমাণ, তাই শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে সেই আশাতেই সাধারণ মানুষ।