১৬ই ফেব্রুয়ারী ২০২৫ অর্থাৎ রবিবার, দুপুর ১ টার দিকে সাগরপাড়া থানার চর কাকমারি উত্তর পাড়ায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নূর ইসলাম সেখ ও লিটন সেখ’র বাড়িতে ইলেট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় বাড়িতে কেউ উপস্থিত ছিল না; পরিবারের সদস্যরা বাইরে জমির তোলা নতুন আলু বাছাই করছিলেন।
হঠাৎ করে পাড়ার লোকজনের চিৎকার শুনে তারা দৌড়ে এসে দেখেন পুরো বাড়ি আগুনে পুড়ে যাচ্ছে। স্থানীয় মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, বাড়ির ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টসসহ সোনা দানা পুড়ে ছাই হয়ে যায়। পরিবারটির দাবি, সম্প্রতি তারা ৭০ হাজার টাকার এক-আনি বিক্রি করেছিল, যা এখন তাদের কাছে নেই।
ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন সমস্যার মধ্যে রয়েছে। তারা জানাচ্ছেন, “এখন আমরা কোথায় যাবে এবং কীভাবে খাবো, তার চিন্তায় পড়েছি।” স্থানীয়রা জানিয়েছেন, পরিবারটির সহায়তায় তারা সরকারী সুযোগ সুবিধা পাওয়ার জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রধানের কাছে দাবি রেখেছেন।
স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করবেন বলে আশা করা হচ্ছে।