ভাগাড় স্থানান্তরিত করন নিয়ে পাবলিক অ্যাকাউন্ট কমেটিতে আলোচনার পরেও কোন কাজ হয়নি বললেন অধীর চৌধুরী

ভাগাড় স্থানান্তরিত করন নিয়ে পাবলিক অ্যাকাউন্ট কমেটিতে আলোচনার পরেও কোন কাজ হয়নি বললেন অধীর চৌধুরী

বহরমপুর পৌরসভার ভাগাড় সংস্কার বা স্থানান্তরিত করন নিয়ে পাবলিক অ্যাকাউন্ট কমেটিতে আলোচনার পরেও কোন কাজ হয়নি বললেন অধীর চৌধুরী। বুধবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, শহর বেড়ে যাওয়ায় আবর্জনাও বেড়েছে। তাই এখনই কোন ব্যবস্থা না নিলে শহরের ভয়ংকর চেহারা হবে। ভারতবর্ষের পাবলিক অ্যাকাউন্ট কমেটিতে এই বিষয়ে আলোচনা হয়, তারা কথা দিয়েও কথার দাম রাখেনি। এমনকি সরকার কোন ব্যবস্থা গ্রহণ করে নি। ভাগাড় সংলগ্ন এলাকায় যারা বসবাস করেন তারা দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন। ভাগার সংস্কার নিয়ে সংশিষ্ট দপ্তরকে জানানোর পরেও কোন কাজ হয়নি।

Leave a Reply

Optimized by Optimole