ভাদু গান টিকিয়ে রাখার বার্তা লাভপুরের বাঘা গ্রামে – G Tv { Go Fast Go Together)
ভাদু গান টিকিয়ে রাখার বার্তা লাভপুরের বাঘা গ্রামে

ভাদু গান টিকিয়ে রাখার বার্তা লাভপুরের বাঘা গ্রামে

ভাদু উৎসব বা ভাদু পুজাকে টিকিয়ে রাখতে লাভপুরের বাঘা গ্রামে ভাদু গানের আয়োজন । পুরুলিয়া জেলায় ভাদু পুজা বা ভাদু উৎসবের উৎপত্তি । বর্তমান ডিজিটাল যুগে এই গান ধীরে ধীরে লুপ্ত হতে চলেছে তাই লুপ্তপ্রায় লোক সংস্কৃতি ভাদু উৎসব, ভাদু গান, ভাদু পুজা আঁকড়িয়ে ধরে রাখতে দেখা গেলো লাভপুরের গ্রামে । লাভপুরের গীতিকার মহম্মদ ওয়ারেস রচিত ভাদু গান ১৯৮৮ সাল থেকে গেয়ে আসছেন “বাঘা সম্প্রীতি লোকসংস্কৃতি গোষ্ঠী” । এই গানের দলের পরিচালক বিমল বাগ্দী গানের মাধ্যমে ভাদু উৎসবকে টিকিয়ে রাখার বার্তা দেন । ভাদু গানের এই দলটি লাভপুরের বাঘা, ভাটরা, লাঙলহাটা, কাজীপাড়া গ্রামগুলিতে ঘুরে ঘুরে ভাদ্র মাসে ভাদু গান পরিবেশন করেন । সম্প্রতি ভাদু গান গেয়েছেন কন্ঠশিল্পী দশরথ বাগ্দী, আনন্দ বাগ্দী । এছাড়াও প্রবাস বাগ্দী, বিমান বাগ্দী, প্রশান্ত বাগ্দী, সুরেশ বাগ্দী সহ ১৬ জনের এই গানের দলটি এলাকায় এলাকায় ভাদু গান পরিবেশন করে সহযোগিতা করে চলেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button