পৌরপিতা মিলন সরকারের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবক দের জন্য সহায়তা ক্যাম্প সুভাষগ্রামেঃ আজ থেকে শুরু হল এবারের মাধ্যমিক পরীক্ষা। সুভাষগ্রাম নবতারা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাইরে একুশ নং ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকারের উদ্যোগে এক সেবা ক্যাম্পের আয়োজন করার হয়। এদিন এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ডের সভাপতি অভিজিৎ রায়, ঐ ওয়ার্ডের ছাত্রপরিষদ সভাপতি সুজয় মন্ডল, ও পাশ্ববর্তী ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদার। মিলন সরকার জানান জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়া ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য তাদের তরফ থেকে গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এবং তাদের উজ্জল ভবিষ্যতের শুভকামনা করেন মিলন বাবু। পরীক্ষা চলাকালীন যাতে ছাত্রছাত্রীদের কোন অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলেও তিনি জানান। শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয়। তাদের অভিভাবকদের যাতে কোন অসুবিধা না হয় সেই জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে সাথে পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। ওয়ার্ড সভাপতি অভিজিৎ রায় বলেন জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ।