"মালাইকা অরোরা" পোশাকের ফাঁকে ফর্সা শরীর দেখিয়ে ভাইরাল !
“মালাইকা অরোরা” পোশাকের ফাঁকে ফর্সা শরীর দেখিয়ে ভাইরাল !

“মালাইকা অরোরা” পোশাকের ফাঁকে ফর্সা শরীর দেখিয়ে ভাইরাল !

Spread the love

Reported By:- News Desk

মালাইকা অরোরা (Malaika Arora) জীবনে বহু চড়াই-উতরাই দেখেছেন। একসময় ভালোবেসে বিয়ে করেছিলেন আরবাজ খান (Arbaaz Khan)-কে। কিন্তু বিয়ের বহু বছর পর ভেঙে যায় তাঁদের দাম্পত্য। পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন আরবাজ। জড়িয়ে পড়েছিলেন আইনি জটিলতায়। মালাইকার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন আরবাজ। একসময় বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হয়েছিলেন মালাইকা। একমাত্র পুত্র আরহান (Arhaan Khan)-কে নিয়ে আলাদা থাকতে শুরু করেন তিনি। বাঁচতে শিখে যান নিজের শর্তে। বর্তমান সময়ের মালাইকা অনেক বেশি উজ্জ্বল, আরও সুন্দর। সম্প্রতি মুম্বইয়ে একটি ইভেন্টে অংশগ্রহণ করতে যাওয়ার আগে দেখা মিলল মালাইকার। আবারও নজর কাড়ল তাঁর আউটফিট। সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, খোলা স্থানে দাঁড়িয়ে রয়েছেন মালাইকা। তাঁর পরনে রয়েছে রূপোলি সিকুইনের কারুকার্য করা ড্রেস। অফ শোল্ডার ড্রেসটি বডিকন। ড্রেসের উপরের অংশে রয়েছে কয়েকটি প্লিট। ড্রেসটির ডানদিকে কোমর থেকে নিচ অবধি নেমে গিয়েছে রাফল ডিজাইন। ড্রেসটি নি লেংথ। নিচের অংশ অ্যাসিমেট্রিক্যাল প‍্যাটার্নের। বাঁ দিকে নিচের অংশেও রয়েছে রাফল ডিজাইন। সিকুইনড ড্রেসের সাথে মালাইকার মেকআপ হালকা। ন্যুড পিঙ্ক শেডের আইশ‍্যাডো ও কালো আইলাইনারের টান বাড়িয়ে তুলেছে মালাইকার দুই চোখের সৌন্দর্য। ঠোঁট রাঙানো ন্যুড পিঙ্ক শেডের লিপস্টিকে। চিকবোনেও রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা চুলে রয়েছে হালকা কার্ল। দুই কাঁধের উপর দিয়ে কয়েক গুচ্ছ চুল নেমে এসেছে সিকুইনড আউটফিটের উপর।

Loaded: 15.66%
Remaining Time 10:24

Unibots.in

দুই কানে রয়েছে স্টোন স্টাডেড ইয়ারিং। ডান হাত ও বাঁ হাতের আঙুল মিলিয়ে রয়েছে অনেকগুলি স্টোন স্টাডেড আংটি। মালাইকার সাজ সম্পূর্ণ করেছে তাঁর পায়ের সিকুইনড হাই হিলস। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হওয়ার সময় খুলে পড়ে যায় মালাইকার এক কানের ইয়ারিং। তবে যথেষ্ট সপ্রতিভ ভাবে তিনি পরিস্থিতি সামলে নিয়েছেন।

নিজেই কুড়িয়ে নিয়েছেন ইয়ারিং। ক্যামেরা সামনে এসেছেন পোশাক ঠিক করতে করতেই। এদিন আবারও পাপারাৎজিদের ক্যামেরায় দেখা মিলল ডাউন টু আর্থ মালাইকার।

 

Leave a Reply

Translate »