মুর্শিদাবাদের জলঙ্গিতে মহঃ সেলিমের সমর্থনে প্রচার

মুর্শিদাবাদের জলঙ্গিতে মহঃ সেলিমের সমর্থনে প্রচার

Reported By:- Masud Rana

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মহঃ সেলিমের সমর্থনে প্রচারে মুর্শিদাবাদের জলঙ্গিতে এলেন, সিপিআইএম নেতা শতরুপ ঘোষ। সিপিআইএমের ডাকে মঙ্গলবার জলঙ্গির কালিগঞ্জ বাজারে সিপিআইএম প্রার্থী মহঃ সেলিমের ভোট প্রচার সারলেন শতরুপ ঘোষ। এদিন মহঃ সেলিমের পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী এবং জঙ্গিপুরের জোট প্রার্থীকে দেওয়ার আহ্বান করেন তিনি। শতরুপ বলেন:- বাম কংগ্রেসের জোটের লড়াই তৃণমূলের নেতাদের সাথে । তৃণমূল সমর্থকের সাথে নয়, বিজেপি সমর্থকের সাথে নয়। তিনি; তৃণমূল এবং বিজেপি সমর্থকদের বলেন দেশ গড়ার স্বার্থে বাম কংগ্রেস সমর্থিত জোট প্রার্থীদের ভোট দিন। এছাড়াও তিনি কড়া ভাষায় বিজেপি এবং তৃণমূলকে হুঁশিয়ারি দেন।

Leave a Reply