Reported By:- Binoy Roy
সম্প্রতি মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদের বাসিন্দা সরিজুল শেখের বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাইবর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এক ফেসবুক প্রোফাইল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১০ দিনের মধ্যে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, এই অভিযুক্ত যুবক নাকি বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গেও যুক্ত। সামাজিক মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাইবার থানার তদন্তকারী দলের সদস্যরা এই প্রোফাইলের মালিক হিসেবে সরিজুল শেখের নাম জানতে পারেন। গত সোমবার, মুর্শিদাবাদ জেলা পুলিশের সহযোগিতায় হরিয়ানা পুলিশের কাছে তাকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার তাকে বহরমপুরে নিয়ে আসা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরিজুল নিজের দোষ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে এবং সাত দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করা হবে। নিরাপত্তার স্বার্থে এই ঘটনার উপর সাইবার থানার নজরদারি অব্যাহত থাকবে।