মুর্শিদাবাদের সাহিত্য -সংস্কৃতির জগতে আরেকটি নক্ষত্র পতন।চলে গেলেন কবি ,ঔপন্যাসিক ,প্রবন্ধকার নুরুল আমিন বিশ্বাস।৬৬বছর বয়সী এই সাহিত্যিক বেশ কিছুদিন ধরেই অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন কলকাতার একটি সরকারি হাসপাতালে।মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।৩০ শে জুন হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একাধারে কবি ,প্রবন্ধকার ,গল্প -উপন্যাস লেখক নুরুল আমিন বিশ্বাস কর্মসূত্রে কলকাতার বাসিন্দা হলেও জন্মভূমি মুর্শিদাবাদের কথা ,জনজীবনের কথা বারবার উঠে এসেছে তাঁর লেখায়।তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে হৃদয় খোঁজে মাটি ,জলপোকা ,নিষিদ্ধ কবিতার হাড়মাস ,আদম ঈভ পদাবলী ,অসময়ের যাপননামা ইত্যাদি উল্লেখ্য।লেখার পাশাপাশি তিনি একজন দক্ষ সম্পাদকও ছিলেন ।অন্য শাব্দিক ,এ যুগের সাম্পান এর মত পত্রিকা তিনি সম্পাদনা করেছেন ,পেয়েছেন নতুন গতি পুরস্কার।
মৃত্যুর পরে তাঁর মরদেহ মুর্শিদাবাদে নিয়ে আসা হয় এবং এখানেই শেষকৃত্য সম্পন্ন করা হয়।তাঁর মৃত্যুতে মুর্শিদাবাদের সাহিত্য অঙ্গনে শোকের ছায়া পড়েছে।