Reported By:- Masud Rana
মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার বারোমাসিয়া এলাকায় ১৬ মে ২০২৫ তারিখ রাতে পুলিশের একটি অভিযানে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হলেন সানাউল্লাহ শেখ (৩২) ও আনোয়ার রহমান (৩০)। পুলিশ জানায়, তাদের গ্রেফতার করা হয় নরসিংহপুর বাজারে সানাউল্লাহর দোকানে।পুলিশের উপ-পরিদর্শক সেরাজুস-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে দোকানে তল্লাশি করে দুটি ল্যাপটপ (একটি এইচপি ও একটি লেনোভো), একটি এপসন প্রিন্টার, দুটি স্মার্টফোন, চারটি সিম কার্ড, তিনটি প্রিন্ট করা জাল আধার কার্ড, এবং দুটি এপসন স্ক্যানার উদ্ধার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে তারা প্রতি জাল আধার কার্ড তৈরির জন্য ৫,০০০ থেকে ৬,০০০ টাকা নিচ্ছিল। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত কিনা তা যাচাই করা হচ্ছে। ধৃত দুই ব্যক্তিকে বর্তমানে চার দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।পুলিশের এই পদক্ষেপে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়ছে এবং সেবামূলক সংস্থাগুলোর প্রতি আস্থা ফিরে আসছে। জাল আধার কার্ড তৈরির বিরুদ্ধে এই অভিযান একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।