মুর্শিদাবাদ বার্তার প্রাক্তন সম্পাদক কমরেড গৌরী ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন

মুর্শিদাবাদ বার্তার প্রাক্তন সম্পাদক কমরেড গৌরী ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন

Reported By : তুষার কান্তি খাঁ
৬ ই আগস্ট, রবিবার, শতবর্ষ অতিক্রম করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী মুর্শিদাবাদ জেলার সংবাদপত্র 'মুর্শিদাবাদ বার্তার 'প্রাক্তন সম্পাদক কমরেড গৌরী ভট্টাচার্যকে স্মরণ করলো জন্ম শতবর্ষ উদযাপন কমিটি। এছাড়াও এ বছর শেষ হতে চলেছে পত্রিকার আরেক প্রাক্তন সম্পাদক কমরেড সুধীন সেনের জন্মশতবর্ষ । তাঁকেও ঐদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো। অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারতীয় গণনাট্য সংঘ মুর্শিদাবাদ জেলা শাখা। বহরমপুর টেক্সটাইল কলেজ অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দুই শ্রদ্ধেয় ব্যক্তির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বর্তমান বার্তা সম্পাদক সচ্চিদানন্দ কান্ডারী ।উপস্থিত ছিলেন গণনাট্য সংঘের সম্পাদক শ্যামল সেনগুপ্ত, লেখক শিল্পী সংঘের সম্পাদক গিরিধারী সাহা, বিজ্ঞান মঞ্চের পুষ্পক পাল, গৌরিচরণ ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কন্যা দিপালী ভট্টাচার্য ,পুত্র সোমনাথ ও রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কন্যা দিপালী ভট্টাচার্য তাঁর পরিবারের পক্ষ থেকে 'মুর্শিদাবাদ বার্তা' পত্রিকা গোষ্ঠীর হাতে দশ হাজার টাকার চেক প্রদান করেন। আলোচনা, গান, আলেখ্য ,আবৃত্তি আলেখ্য, ছড়া ,স্বরচিত কবিতা পাঠে এদিনের অনুষ্ঠান মঞ্চ মুখরিত হয়ে ওঠে।

Leave a Reply

error: Content is protected !!