কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রে খবর, ২০২৪ সালে কর্নাটকের বেলারি এবং চিত্রদুর্গ জেলায় 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল' সংস্থা ১১ হাজার ৪২৫ বোতল, টুমকুর জেলায় ১১ হাজার ৪০০ বোতল , বেঙ্গালুরুতে ৯৬৫০ বোতল ringer lactate সরবরাহ করে। এর জেরে বেলারি জেলা হাসপাতালে পাঁচ প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ, সমস্ত বোতলই নিম্নমানের ফ্লুইডে ভরা ছিল। কর্নাটকে এই সংস্থার সরবরাহ করা স্যালাইন নিয়ে ২৭ টি অভিযোগ জমা পড়ে ২০২৪ সালে। ৩ ডিসেম্বর কর্নাটকে এই স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। সূত্রের দাব, অতি নিম্নমানের স্যালাইন বলে রিপোর্ট দেয় ল্যাব। এই সংস্থার স্যালাইনের ১৬ টি নমুনা lab পরীক্ষায় ফেল করে। ‘নট অব স্যান্ডার্ড কোয়ালিটি’ বা যথেষ্ট গুণমানের নয় বলে জানিয়ে দেয় কর্নাটকের ড্রাগ কন্ট্রোল বিভাগ। কর্ণাটকের স্বাস্থ্য সচিব কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগকে বিষয়টা জানায়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ যোগাযোগ করে কলকাতাতে তাদের দফতরে। যৌথ তদন্তকারী দল গঠন করা হয়। চার থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তিন দিন ধরে চোপড়ার তিনমাইল হাটে সংস্থার প্লান্টে চলে অভিযান। ১০ ই ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল।