দুবরাজপুর শহরে রানিগঞ্জ মোরগ্রাম 60 নম্বর জাতীয় সড়কের বেহাল দশা। আজ বীরভূমের সাংসদ শতাব্দী রায় দুবরাজপুরে একটি প্রতিবন্ধী শনাক্ত শিবিরে আসেন এবং সেই বেহাল ও খানাখন্দে ভরা রাস্তা দিয়ে তাঁর কনভয় পার হয়। তিনি এই বেহাল রাস্তা প্রসঙ্গে জানান, বর্ষার বৃষ্টির জন্য এই মুহূর্তে কাজ হলেও আমার ধারনা এখন কাজ শুরু করলে রাস্তা টিকবে না। আমি বার বার এই রাস্তা প্রসঙ্গে পার্লামেন্টে কথা তুলেছি।