রাস্তার পাশের দুর্ভোগ: কার্তিকার ভুল স্থানীয়দের জন্য প্রতিদিনের মাথাব্যথার কারণ
রাস্তার পাশের দুর্ভোগ: কার্তিকার ভুল স্থানীয়দের জন্য প্রতিদিনের মাথাব্যথার কারণ

রাস্তার পাশের দুর্ভোগ: কার্তিকার ভুল স্থানীয়দের জন্য প্রতিদিনের মাথাব্যথার কারণ

Spread the love
Reported By:- Masud Rana

মুর্শিদাবাদের ডোমকল থানার ধুলাউড়ি পঞ্চায়েতের জোতকানার হাট থেকে মস্তরাম পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা উপর দিয়ে কৃষকরা জমি থেকে পাট নিয়ে যাওয়ার সময় রাস্তার উপরে ট্রাক্টরের কাদা পড়ছে আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জানা যায় ওই রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত স্কুলের ছাত্র-ছাত্রী থেকে নিত্য যাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। ঘটনার খবর পাই ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার তারপরেই ডোমকল বিডিও এবং ধুলাউড়ি পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে একাধিক লেবার লাগিয়ে রাস্তার কাদা পরিষ্কার করা হয়। ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিত্যযাত্রী থেকে গ্রামবাসীরা।

Leave a Reply

Translate »