বি-টাউনের সুন্দরী ও ঠোঁটকাটা অভিনেত্রীদের তালিকায় উপরের দিকেই নাম থাকে রাখি সাওয়ান্তের (Rakhi Sawant)। একটা সময় নিজের সৌন্দর্যে ঘায়েল করতেন দর্শকদের। প্রেক্ষাগৃহে একটা সেনসেশন হয়ে ভক্তদের রাতের ঘুম কাড়তেন অভিনেত্রী। তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি কন্নড়, মারাঠি, ওড়িয়া, তেলুগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ২০০৬ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত বিতর্কিত ভারতীয় রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান ‘বিগ বস’-এর ১ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।
তবে এই অভিনেত্রীর নাম ও বিতর্ক যেন একে অপরের সমার্থক। প্রায়ই নানা কারণে সংবাদ শিরোনামে উঠে আসে তার নাম। আদিল খানের সঙ্গে বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছেন অভিনেত্রী রাখী সাওয়ান্ত। বদলে গিয়েছে তাঁর নামও। তাঁর নতুন নাম ফতিমা। মাঝেমধ্যেই হিজাব পরতে দেখা যাচ্ছে তাঁকে। করছেন নমাজ পাঠও। একবার এই নমাজ পড়তে গিয়েই ভয়ানক ট্রোলের শিকার হয়সছিলেন রাখী। মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশই রীতিমতো তুলোধনা করেছিলেন তাঁকে।