Reported By : Binay Roy
১৯ শে নভেম্বর, শনিবার, বহরমপুরে বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ টেকসস্টাইল কলেজ থেকে প্রাত ভ্রমণ শুরু করেন। ব্যারাক স্কোয়ারের চারিপাশ হয়ে খাগড়া নতুন বাজার কৈলাস মন্দিরে প্রণাম সেরে নতুন বাজার গোয়ালপাড়ায় চায়ে পে চর্চায় অংশগ্রহণ করেন দলের নেতা কর্মীদের নিয়ে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ।