Skip to content
রানীনগরে নিষিদ্ধ সিরাপসহ গ্রেপ্তার দুই যুবক

রানীনগরে নিষিদ্ধ সিরাপসহ গ্রেপ্তার দুই যুবক

Reported By :- Masud Rana

গতকাল (18.02.2025 মঙ্গলবার) রানীনগর থানার রামনগর নতুনপাড়া এলাকায় দুই যুবককে নিষিদ্ধ সিরাপসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম আল-আমিন শেখ (২৩) এবং মিলন শেখ (২৭)। তারা সাগরপাড়া থানার সাহেবনগর স্কুল পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবকদের কাছ থেকে দুই ব্যাগে মোট ১১১ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিস তাদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠিয়েছে।

এদিকে, এই ঘটনার পরে রানীনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তারা জানাতে চাচ্ছে, এই দুই যুবকের সঙ্গে আর কেউ জড়িত কিনা। নিষিদ্ধ সিরাপের পাচার রোধে এই ধরনের অভিযান চলমান থাকলে এলাকায় আইনশৃঙ্খলা আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Leave a Reply

error: Content is protected !!