লাইসেন্স কেনাবেচার খেলা – G Tv { Go Fast Go Together)
লাইসেন্স কেনাবেচার খেলা

লাইসেন্স কেনাবেচার খেলা

Reported By দিব্যেন্দু গোস্বামী

 

খোদ প্রশাসনই চত্বরের নিচের তলায় চলছে রমরমিয়ে লাইসেন্স করিয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর প্রতারণার জাল। পরিবহন দপ্তরের নাকের ডগায় চলছে এই ধরনের রমরমা কারবার। প্রশাসন জানলেও হয়তো আমল দিতে চাইনা। ওই পরিবহন দপ্তরের যে সমস্ত মুহুরী রয়েছে তারা লাইসেন্স করিয়ে দেওয়ার নাম করে মানুষকে ঠকায় ।গ্রামের অনেক মানুষ আছে যারা তাদেরকে বিশ্বাস করে টাকা দিয়ে দেয় কিন্তু পরবর্তীকালে যখন লাইসেন্স কতটা এগোলো বলে জিজ্ঞাসা করে তখনই তাদের উত্তর আপনি তো কোন টাকা দেননি। এই ভাবেই তর্ক-বিতর্ক চলে প্রতিনিয়ত। এমনকি যে সমস্ত মুহুরী ওখানে রয়েছেন তারা টাকা নিয়ে কোন রিসিভ কপি ও দেন না। যার ফলে অনেক সময় আইনত পিছু হটতে বাধ্য হয় ঐ সমস্ত মানুষকে। যারা লাইসেন্স তৈরি করতে দিয়েছিল তাদের লাইসেন্স হয় না উপরন্তু কিছু টাকা তাদের আত্মসাৎ করে নেয় ওই সমস্ত অসাধু মুহুরীরা। এই ভাবেই চলছে প্রতারণা। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জানলেও চুপচাপ থেকে যান তারা। কেননা বিভিন্ন মারফত তাদের হাতে কিছু টাকা এসে যায় ।এরি তদন্ত করতে গিয়ে আমাদের হাতে উঠে এসেছে এসক্লুসিভ ছবি ।বারবার তারা টাকা নিও অস্বীকার করেছে। মানি রিসিপ্ট এর কথা বলা হয়েছে ।কেউ আবার মুখ দেখাতেও চাইনা। এমনকি কেউ কেউ আছেন যারা বুক ফুলিয়ে বলছেন টাকা নিয়েছি বেশ করেছি। এই ভাবেই চলছে লাইসেন্স কেনাবেচার খেলা। তবে এ ক্ষেত্রে সব মুহুরিরা এ কাজ করে তা বলা যাবে না কিছু কিছু আছে যারা সত্যিকারে লাইসেন্স পাইয়ে দেয় প্রকৃত দাতাদেরকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই অসাধু চক্র চলছে পরিবহন দপ্তরের মদতেই।

Leave a Reply

Translate »
Call Now Button