লিডস এন্টারটেনমেন্ট প্রযোজিত বৈদ্যনাথ দাস পরিচালিত “প্রজন্ম” ছবিটি মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে । 14 ই আগস্ট ঠিক রাত্রি 11 টা 45 মিনিটে এই ছবিটি লিডস এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে । এই ছবিটি নির্মাণ করতে গিয়ে পরিচালক বৈদ্যনাথ দাস যথেষ্ট কর্ম সহযোগিতা পেয়েছেন যার থেকে তার নাম না করলেই হয় না । তিনি হলেন শিবাজী দে । ছবিতে একটি দারুন ভূমিকায় অভিনয় করেছেন শিবাজী দে । তার অভিনয় সকল দর্শককে মুগ্ধ করবেই । এই ছবিটি আজকের সামাজিক-পারিবারিক চিত্রপট কি সেটাই তুলে ধরেছে । ছবিটি অনেকগুলো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যাবার জন্য প্রস্তুত । ইতিমধ্যেই এশিয়ান ইন্টারন্যাশনাল ফেষ্টিভেল এর জন্য গল্পটি মনোনীত হয়েছে । এই ছবিতে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই নিজের সেরা অভিনয় টি তুলে ধরবার চেষ্টা করেছেন ছোট্ট সংসার সুখী সংসার এর পরিপ্রেক্ষিতেই এই ছবিটির নির্মাণ । ছবিতে শিবাজী বাবুর অভিনয় সমস্ত দর্শকদের মুগ্ধ করবে ।
এছাড়াও ওনার ছেলের ভূমিকায় রহুল আমিন ওনার স্ত্রীর ভূমিকায় বাসন্তী করের অভিনয় প্রশংসা করার মতো । মা এর ভুমিকা তে বিজলী সরকার এক কথায় অসাধারণ । একটি ছোটো চরিত্র হাওয়াই মিঠাই বিক্রেতার চরিত্র টি শেখ সিরাজুল ইসলাম দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন । কিছু নতুন মুখদের নিয়ে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক বৈদ্যনাথ দাস । ছবিটি তে একটা গান ব্যবহার করা হয়েছে সেটিরও গীতিকার ও সুরকার পরিচালক নিজেই বৈদ্যনাথ দাস নিজেই । অসাধারণ গায়কী সত্তা দিয়ে গানটি কে হৃদয় স্পর্শি করে তুলেছেন গায়ক সঞ্জয় মুখার্জি ।অভিনন্দন ব্যানার্জি সুচারু যন্ত্র সঙ্গীত দিয়ে গানটি কে আরো মর্মস্পর্শী করে তুলেছেন । পরিচালক মনে করেন হারিয়ে যাওয়া বাংলার সঙ্গীত কে আবার খুঁজে পাবে বাঙালী এই গানটির মধ্যে দিয়ে । এই মুহুর্তে লিডস এন্টারটেইমেন্টর পুরো টিম সকল মানুষের আশীর্বাদ কামনা করে । তাঁরা আশাবাদী ছবিটি দর্শক মহলে আলোরণ সৃষ্টি করবেই ।