Reported By : News Desk
৭ ই আগস্ট, সোমবার, মুর্শিদাবাদের ফরাক্কা থানার বলিদাপুকুর এলাকায় শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হ'ল এক যুবকের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কা থানার বলিদাপুকুর এলাকায়। মৃত ওই যুবকের নাম কার্তিক দাস ( ২৪) বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জ্বালাদিপুর গ্রামে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুসারে জানা গিয়েছে- বন্ধুদের সাথে মোটর সাইকেল নিয়ে এদিন রাতে ফরাক্কা থেকে ঝাড়খন্ডের শিবগাদ্দির উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডিভাইটারে ধাক্কা মারে। ঘটনার পর রীতিমতো জখম অবস্থায় কার্তিক দাসকে ফরাক্কা অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ প্রশাসন। বর্তমানে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হ'ল জঙ্গীপুর মহকুমা হাসপাতালের মর্গে।