শিশুর ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য
শিশুর ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য

শিশুর ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য

Spread the love

Reported by binoy Roy

সাতসকালে সদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গ্রামবাসীর মধ্যে। সোমবার সকালে মুর্শিদাবাদে সুতি থানার বাহাগালপুর গ্রামের ঘটনা। এদিন সকালে গ্রাম সংলগ্ন এক নির্জন জায়গায় শিশুটির ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। খবর জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। রাতের অন্ধকারে কেউ বা কারা ওই শিশুটিকে নির্জন ওই জায়গায় ফেলে গিয়েছে বলে অনুমান করছে স্থানীয় মানুষজন। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে সদ্যোজাত শিশুটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় সুতি থানার পুলিশ। যদিও এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়টি এখনও পর্যন্ত রয়েছে সম্পূর্ণ ধোঁয়াশায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Translate »