শ্রাবণ মাসের শেষ সোমবার উপচে পড়া ভিড় বক্রেশ্বরে – G Tv { Go Fast Go Together)
শ্রাবণ মাসের শেষ সোমবার উপচে পড়া ভিড় বক্রেশ্বরে

শ্রাবণ মাসের শেষ সোমবার উপচে পড়া ভিড় বক্রেশ্বরে

Reported by দিব্যেন্দু গোস্বামী

আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এই শেষ সোমবারে বীরভূমের অন্যতম তীর্থক্ষেত্র বক্রেশ্বরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল পূণ্যার্থীদের। ভোররাত থেকে এই সকল ভক্তরা মন্দিরের সামনে লাইন দিয়ে ভিড় জমিয়েছেন। তবে এরই মাঝে যতটা সম্ভব করনা সর্তকতা অবলম্বন করা যায় তার ব্যবস্থা করেছে মন্দির কমিটি থেকে পুলিশ প্রশাসন। মন্দিরে ভক্তদের খুব অল্প সময়ের জন্য দর্শনের সুযোগ দেওয়া হচ্ছে। দ্রুত বাবার মাথায় জল ঢেলেই মন্দির ত্যাগ করার নির্দেশ দিচ্ছেন মন্দির কর্তৃপক্ষ। সাধারণ সময়ে যেমন ভিড় হয় তেমনটা না হলেও এদিনের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button