সাইকেলের রডের মধ্যে সোনা লুকিয়ে পাচার করতে গিয়েও সক্ষম  হলো না পাচারকারীরা

সাইকেলের রডের মধ্যে সোনা লুকিয়ে পাচার করতে গিয়েও সক্ষম হলো না পাচারকারীরা

Reported By:- Masud Rana

বুদ্ধি খাটিয়ে বিএসএফের নজর এড়াতে সাইকেলের রডের মধ্যে সোনা লুকিয়ে পাচার করতে গিয়েও সক্ষম হলো না পাচারকারীরা জলঙ্গিতে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া এলাকায় এক পাচারকারী অভিনব কায়দায় বাংলাদেশ থেকে সাইকেলের রডের ভিতরে সোনা লুকিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। জলঙ্গীর ১৪৬ নম্বর বিএসএফ জোয়াওনরা টহলদারি চালানোর সময় বিএসএফদের দেখে ওই পাচারকারী সাইকেল ফেলে পালিয়ে যায় । বিএসএফের সন্দেহ হওয়ায় ওই সাইকেলটিকে টুকরো টুকরো করলে সাইকেলের রডের ভেতর থেকে ৫৩৫ গ্রাম সোনা উদ্ধার করে বিএসএফ। ওই পাচারকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে বিএসএফ।

Leave a Reply

Optimized by Optimole