৩১ শে জুলাই অর্থাৎ বুধবার বহরমপুর জেলা বিজেপি কার্যালয় সাংবাদিক বৈঠক করলেন জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকার মহাশয়। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বললেন দুদিন ধরে শোনা যাচ্ছে খুব হনুমানের উৎপাত হয়েছে মুর্শিদাবাদ জেলায়। সে হনুমান নাকি কলকাতাতেও পারি দিয়েছে। ভারতীয় জনতা পার্টির দুই বিধায়কের পা ভেঙে দেবার কথাও বলেছেন হনুমান গুলি। তিনি আরো বললেন পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থার ওপর তাদের বিশ্বাস ও আস্থা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যে পরিমানে ক্যামেরা সামনে দাঁড়িয়ে তৃণমূলের বড় বড় নেতা ও বিধায়করা এক রাজনৈতিক নেতা হয়ে অন্য আরেক রাজনৈতিক নেতার সম্বন্ধে এই ধরনের দুষ্মন্তব্য করছেন তার কোন বিচার আজ পর্যন্ত হয়নি হবেও না, এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বললেন সমস্ত জল্পনা মুখ্যমন্ত্রীর দ্বারাই প্রস্তুতি পাচ্ছেন। এছাড়া তিনি আরো জোর গলায় তৃণমূলের সমস্ত বিধায়ককে কটাক্ষ করে বললেন বিজেপির যদি কোন একটা নেতা ও মন্ত্রীর গায়ক হাত ওঠে বা পা ভাঙ্গার যে কথা বলেছে সেটি হয় তাহলে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের যে কি পরিণতি হবে তখন টের পাবে তৃণমূলের নেতারা।