সম্প্রীতি ও ঐক্যের ডাক, জলঙ্গিতে বামফ্রন্টের কৃষক সম্মেলন

সম্প্রীতি ও ঐক্যের ডাক, জলঙ্গিতে বামফ্রন্টের কৃষক সম্মেলন

Reported By:- Masud Rana

জলঙ্গি, মুর্শিদাবাদ - রাজ্যে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা ও রাজনৈতিক বিভাজনের প্রেক্ষাপটে বামফ্রন্ট নতুন করে সম্প্রীতির বার্তা দিল। সারা ভারত কৃষক সভার একটি সম্মেলনে, সিপিআই(এম)-এর প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার দাবি করেন, "রাজ্যে সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতে পারে শুধুমাত্র লাল ঝান্ডা।" সম্মেলনে বক্তব্য রাখার সময়, তিনি বলেন, "বর্তমানে রাজ্যের বিভিন্ন স্থানে অশান্তির আগুন জ্বলছে। চলমান রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য সম্প্রীতির পরিবেশকে ভাঙছে।" এর পাশাপাশি, তিনি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের বিরোধিতার আন্দোলন এবং রাজ্যের দুর্নীতি ও শিক্ষক নিয়োগের সমস্যা নিয়ে যে বিভাজন সৃষ্টি হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। "শাসক এবং বিরোধী দলের কিছু অংশ উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যে বিভাজন তৈরি করতে চাচ্ছে। এই পরিস্থিতিতে মানুষকে একত্রিত করতে পারে শুধুমাত্র বামপন্থী আন্দোলন," বলেন ইউনুস সরকার। সম্মেলনে কৃষকদের সমস্যা, কৃষি আইন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বাম নেতারা স্পষ্ট করে জানান, তাঁরা কৃষকদের অধিকারের পক্ষে এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে সর্বদা লড়াই চালিয়ে যাবেন, যা রাজ্যের শান্তি ও সম্প্রীতির জন্য অপরিহার্য।

Leave a Reply

error: Content is protected !!