সর্বসাধারণের জন্য উন্মোচিত হল ২৪ পল্লী চেতলা দশমহাবিদ্যার মাতৃমূর্তি
সর্বসাধারণের জন্য উন্মোচিত হল ২৪ পল্লী চেতলা দশমহাবিদ্যার মাতৃমূর্তি

সর্বসাধারণের জন্য উন্মোচিত হল ২৪ পল্লী চেতলা দশমহাবিদ্যার মাতৃমূর্তি

Spread the love
Reported BY:- News Desk

গতকাল ভূত চতুর্দশী উপলক্ষে ২৪ পল্লী চেতলা দশমহাবিদ্যার মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তি সর্বসাধারণের জন্য উদ্বোধন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী নির্মলানন্দ মহারাজ, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, বাচিক শিল্পী নন্দিনী লাহা এবং পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের উদ্বোধনী মুহূর্তে কথা বলতে গিয়ে অনুপম হালদার বলেন, “আশা করব সমাজের সকল কলুষতা ও কালিমা মহাকালীর কালগহ্বরে বিলীন হয়ে গিয়ে সমাজ আবার সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবে।” এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি সমাজের উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে, গৌতম ঘোষ তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, “আমাদের বিশ্বাস রাখতে হবে, মনে রাখতে হবে নাস্তিকরাও কোনো এক বিশেষ মতে বিশ্বাস রাখেন। তাই আস্তিকদেরও বিশ্বাস হারালে চলবে না।” তাঁর কথায়, রামকৃষ্ণের উক্তি তুলে ধরে তিনি বিশ্বাসের গুরুত্বকে তুলে ধরেন।

এবারের কালীপুজো ৪৬ বছরে পদার্পণ করল দশমহাবিদ্যার পুজো, যদিও এখানে ১১০ বছর ধরে চলে আসছে সর্বসাধারণের কালীপুজোর ঐতিহ্য। পুজোর আয়োজকদের তরফে পিয়ালি ঘোষ জানান, “এই পুজোর মাধ্যমে সমাজে শান্তি ও সবার মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে।” স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে, এবং তারা আশা করছেন যে, এই নতুন মাতৃমণ্ডপ এবং মাতৃমূর্তি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

Leave a Reply

Translate »