সেই করোনা রিপোর্ট করতে আগের দিন সন্ধ্যে থেকেই লাইনে দাঁড়াচ্ছেন এলাকাবাসী পরিযায়ী শ্রমিকরা – G Tv { Go Fast Go Together)
সেই করোনা রিপোর্ট করতে আগের দিন সন্ধ্যে থেকেই লাইনে দাঁড়াচ্ছেন এলাকাবাসী পরিযায়ী শ্রমিকরা

সেই করোনা রিপোর্ট করতে আগের দিন সন্ধ্যে থেকেই লাইনে দাঁড়াচ্ছেন এলাকাবাসী পরিযায়ী শ্রমিকরা

 

ভিনরাজ্যে পাড়ি দিতে হবে, কেউ যাবে ট্রেনে, কেউ যাবে উড়োজাহাজে, আবার কেউবা বাসে। কিন্তু লাগবে তো করোনা নেগেটিভ রিপোর্ট।

সেই করোনা রিপোর্ট করতে আগের দিন সন্ধ্যে থেকেই লাইনে দাঁড়াচ্ছেন এলাকাবাসী পরিযায়ী শ্রমিকরা।

ডোমকল হাসপাতালে ১৫ জন বাইরের ও এমার্জেন্সি স্বরূপ ১৫ জন সব মিলিয়ে ৩০ জনের করোনা টেস্ট করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি ৩০ জন সংখ্যা থেকে বাড়িয়ে ১০০ জোনের উপর করা হোক, কেননা তারা টাকা দিয়ে টিকিট কেটে এখন করোনা টেস্ট না হলে ভিন রাজ্যে পাড়ি দিতে পারবেন না।

সেই কারণেই অনেকেই হাসপাতালে মশার কামড় খেয়ে রাত জেগে লাইনে দাঁড়িয়ে। কখন সেই সকাল আসবে। হবে করোনা টেস্ট।

অনেক নিয়ে এসেছেন লাইনে একটু আরাম পেতে নিয়ে এসেছে পলিথিন। সেই পলিথিন পেতে বসে রয়েছেন কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে।

সারা রাত কাটাবেন বলে মনে করছেন কিন্তু তাদের মনে একটা সংশয় আদও কি কালকের দিন করোনা টেস্ট হবে।

এই নিয়েই কিন্তু প্রহর গুনছে এলাকারই পরিযায়ী শ্রমিক। না গুনে উপায় কোথায় দিন আনা দিন খাওয়া মানুষের কষ্ট কেউ তো বোঝেনা। অন্যদিকে ভিন রাজ্যে পাড়ি না দিলে তো জুটবেনা খাবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button