স্থানীয়দের পাশে পঞ্চায়েত সদস‍্য সুমন হালদার – G Tv { Go Fast Go Together)
স্থানীয়দের পাশে পঞ্চায়েত সদস‍্য সুমন হালদার

স্থানীয়দের পাশে পঞ্চায়েত সদস‍্য সুমন হালদার

পণ্ডিত দীনদয়াল উপাধ‍্যায়ের জন্মদিবস উপলক্ষ্যে বিনামুল্যে চক্ষু পরীক্ষা শিবির হরিনাভীতেঃ আজ সোনারপুর দক্ষিন দুই নং বিজেপি মন্ডল সভাপতি তমাল চৌধুরী ও স্থানীয় বিজেপি কর্মীদের উদ্যোগে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন ২৪পরগনা পূর্বজেলার বিজেপি সভাপতি সুনীপ দাস সহ বিশিষ্ট নেতৃত্ব। সবার প্রথম এই অনুষ্ঠানে পণ্ডিত দীন দয়াল উপাধ‍্যায়ের প্রতিকৃতিতে মাল‍্যদান করেন জেলা সভাপতি। তারপর মূল অনুষ্ঠান শুরু হয়। আজকে প্রায় একশো মানুষ এই চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরিক্ষা করান। অনুষ্ঠানে বিজেপি জেলা সভাপতি পূর্ব বলেন দল হল তাদের কাছে পরিবার কেউ দল ত‍্যাগ করলে সেই পরিবারের শক্তি কমবে না আর আসন্ন উপ নির্বাচনে ঠিক মতো ভোট হলে ভবানিপুরে মমতা ব‍্যানার্জী পরাজয় অনিবার্য বলেও তিনি জানান।
সোনারপুর থেকে সুমন্ত দাসের রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Call Now Button