ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর ভগবানগোলা ২ নং ব্লকের চরপাড়া এলাকা থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে আসেন এক রোগী। লাইনে দাঁড়িয়ে থাকা কালিন দেখতে পায় তার ব্যাগ কেটে মোবাইল, এটিএম কার্ড ও নগদ টাকা চুরি করে এক ব্যক্তি। মেডিক্যাল কলেজ হাসপাতালের সিকিউরিটিরা ওই ব্যাক্তিকে হাতেনাতে ধরে স্থানীয় পুলিশ ক্যাম্পে পুলিশের হাতে তুলে দেয়।