১০ মাস পরেও তিলোত্তমার ন্যায়বিচার না পাওয়ার ক্ষোভ

১০ মাস পরেও তিলোত্তমার ন্যায়বিচার না পাওয়ার ক্ষোভ

Reported By:- Manoj Das

১০ মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনও তিলোত্তমার সুবিচার পাওয়া যায়নি। এই অবস্থা নিয়ে সোমবার পানিহাটির ট্রাফিক মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে চিকিৎসক ও সাধারণ নাগরিকরা অংশ নেন। তমোনাস চৌধুরী বক্তব্যে জানান, “তিলোত্তমার ঘটনা থেকে এখন পর্যন্ত ৩০টিরও বেশি নারি নির্যাতনের ঘটনা ঘটেছে। তাই নারীদের সুরক্ষা দাবিতে আমাদের আন্দোলনকে আরও জোরদার করতে হবে।”এই সভায় এক বছরের তিলোত্তমা আন্দোলনের বিভিন্ন ছবি এবং ঘটনার সময়কাল তুলে ধরা হয়। সংগীত, আবৃত্তি ও নাটকের মাধ্যমে প্রতিবাদকে আরও প্রাণবন্ত করা হয়। আগামী ৯ই জুন তালা থানার সামনে ঘেরাও আন্দোলন এবং ৯ই আগস্ট কলকাতায় একটি বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে।চিকিৎসকদের মতে, এই আন্দোলন শুধু তিলোত্তমার সুবিচার নয়, বরং সারা দেশে নারীদের বিরুদ্ধে চলমান নির্যাতন প্রতিরোধের একটি অংশ। তাঁরা সকলকে আহ্বান জানান এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য, যাতে নারীদের সুরক্ষা নিশ্চিত করা যায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।

Leave a Reply

error: Content is protected !!