REPORTED BY :- BINOY ROY
মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মেহেদিপুর মোড় শিবপুর টোল প্লাজা সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত এক আহত একাধিক।স্থানীয় সূত্রে জানা যায়বহরমপুর গামী কী বোঝায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লরির। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বাসচালকের আহত একাধিক বাসযাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।