Reported By:- Masud Rana
আগামী ৮ই জুন বৃহস্পতিবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে তারি প্রচার করা হলো মোটরসাইকেল র্যালির মাধ্যমে। ২৫ টি আদিবাসী সংগঠন একত্রিত হয়ে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ এর ডাকে আগামী ৮ই জুন বৃহস্পতিবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে তারি প্রচার করা হলো মোটরসাইকেল র্যালির মাধ্যমে। এই মোটরসাইকেল র্যালি যাই নবগ্রাম থানার আমার গ্রাম হয়ে নবগ্রাম থানার চানক গ্রামের মত নবগ্রাম থানার বিভিন্ন আদিবাসীদের গ্রামের মধ্য দিয়ে ।এই ধর্মঘট ডাকার কারণই হচ্ছে আদিবাসীদের বেশ কিছু দাবি-দাওয়া সরকার কে জানানোর জন্যই এই ধর্মঘট ডাকার কারণ ।এদের দাবিগুলি হচ্ছে অ – আদিবাসী ক্ষত্রিয় কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে এবং অর্থনৈতিকভাবে সরকারি মদতে সি.আর.আই. এর রিপোর্ট পরিবর্তনের মাধ্যমে একটি তালিকা অন্তর্ভুক্তি করনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বন্ধ ডাকা হয়েছে।