দেহরা দুন, শাহরনপুর, অমৃতসর, দিল্লি গিয়ে যাবতীয় গোয়েন্দা রিপোর্ট, দেহরা দুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে রাসবিহারী বসুর পার্সোনাল ফাইল বের করে ছুটির তালিকা, নানান দরখাস্ত থেকে যাবতীয় ঐতিহাসিক তথ্য বের করার পাশাপাশি পরিবারের প্রবীণদের সঙ্গে কথা বলে পারিবারিক ইতিহাস বের করে এই প্রথম ভারতবর্ষে রাসবিহারী বসুর কর্মকাণ্ডর পূর্ণাঙ্গ ইতিহাস নিয়ে বেরিয়েছে ' সুখবর ' এর সম্পাদক শমীকস্বপন ঘোষের লেখা 'অপরাজেয় রাসবিহারী' ( পারুলবই, দাম : ১,৭০০ টাকা)।