Skip to content
“অঞ্জলি অরোরা” খোলামেলা বিকিনিতে উষ্ণতা ছড়ালেন !

“অঞ্জলি অরোরা” খোলামেলা বিকিনিতে উষ্ণতা ছড়ালেন !

Reported By:- Subham Roy

অঞ্জলি অরোরা (Anjali Arora) খবরের শিরোনাম দখল করতে যথেষ্ট পটু। একসময় শর্ট টপ ও মিনি স্কার্ট পরে ‘কাঁচা বাদাম’ গানের সাথে নেচে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ইন্সটাগ্রামে অঞ্জলির ফলোয়ারের সংখ্যা বারো মিলিয়ন অতিক্রম করেছে। তবে সম্প্রতি নেটদুনিয়ার উষ্ণতা বাড়িয়ে অঞ্জলি শেয়ার করলেন তাঁর বিকিনি পরা ভিডিও। তবে তিনি নিজে এই ভিডিওটি শেয়ার করেননি। পাপারাৎজিদের মাধ্যমে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন অঞ্জলি। ভাইরাল হওয়া ভিডিওতে অঞ্জলির পরনে রয়েছে কালো রঙের হল্টারনেক বিকিনি। বিকিনির ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে অঞ্জলির ক্লিভেজ। বিকিনির বর্ডারে রয়েছে মাল্টিকালার সুতোর ফ্লোরাল এমব্রয়ডারি। অঞ্জলির নিম্নাংশে রয়েছে কালো রঙের সারং। সারং জুড়ে লাল, সাদা, নীল সহ বিভিন্ন রঙের সুতোর এমব্রয়ডারি রয়েছে। সারং-এর নিচের অংশে রয়েছে কালো সুতোর ডিটেলিং। বিকিনি ও সারংটি কালো উলের তৈরি। হালকা মেকআপ করেছেন অঞ্জলি। চোখে হালকা কাজল ব্যবহার করেছেন তিনি। ঠোঁট রাঙিয়েছেন ন্যুড ব্রাউন শেডের লিপস্টিকে। খোলা চুল এলোমেলো হয়ে রয়েছে সমুদ্রের হাওয়ায়। সূর্যাস্তের সময় ভিডিওটি শুট করা হয়েছে।সমুদ্রের ঢেউয়ের মাঝে ধীরে ধীরে হাঁটছেন অঞ্জলি। চারিদিক সূর্যাস্তের আলোয় মাখামাখি। তার আভা এসে পড়েছে অঞ্জলির চোখে-মুখে। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে অঞ্জলির এমএমএস কান্ডের প্রসঙ্গ তুলে নেতিবাচক মন্তব্য করেছেন। অনেকের পছন্দ হয়েছে অঞ্জলির বিকিনি পরা ভিডিও। ‘কাঁচা বাদাম’ মিউজিক ভিডিওর পর অঞ্জলি অংশগ্রহণ করেছিলেন একতা কাপুর (Ekta Kapoor) নির্মিত রিয়েলিটি শো ‘লক-আপ’-এ।

Leave a Reply

error: Content is protected !!