অটো ও ম্যাজিকের ধাক্কায় মৃত্যু এক ব্যাক্তির। মৃত ব্যক্তির নাম বাপি মাল বয়স আনুমানিক 23 বছর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার রাজাপুর এলাকায়। যারা যায় নদিয়ার গোয়াস থেকে বকশিপুর হয়ে অটোতে ডোমকলে আসছিল, উল্টো দিক থেকে একটি ম্যাজিক গিয়ে ধাক্কা মারে, তারপরে এই ঘটনাস্থানে মৃত্যু হয় বাপি মালের, স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে, মৃত বলে ঘোষণা করেন ওরত চিকিৎসক।