Reported By:- Subham Roy
অদ্রিজা রায় (Adrija Roy) কিছুদিন আগে শুটিংয়ের ফাঁকে ঘুরে এসেছেন মালদ্বীপ ও দুবাই। আবারও মুম্বইয়ে ফিরেছেন তিনি। মায়ানগরীতে ফিরেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অদ্রিজা। মুম্বইয়ের বুকে রীতিমত ফটোশুট করছেন তিনি। এদিন নিজেই এই ফটোশুটের এক ঝলক ইন্সটাগ্রাম প্রোফাইলে পিন আপ করেছেন অভিনেত্রী। বাকিগুলি তিনি তুলে দিয়েছেন কয়েকটি অনলাইন মিডিয়া পোর্টালের ভার্চুয়াল পেজের হাতে। এই ধরনের একটি ভার্চুয়াল পেজ থেকে অদ্রিজার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।